রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশের প্রখ্যাত আওলিয়া হযরত শাহ মখদুম ( রহঃ) এর স্মৃতি বিজড়িত পূণ্যভুমি পদ্মা বিধৌত শিক্ষা নগরী সিল্ক ও আমের জন্য প্রসিদ্ধ রাজশাহী শহরের কেন্দ্র হতে পায় ২ কিঃমিঃ উত্তরে রাজশাহী রেলওয়ে ষ্টেশন হতে প্রায় ১ কিঃমিঃ উত্তর পশ্চিমে রাজশাহী বিমান বন্দর ও রাজশাহী-নওগাঁ রোডের পাশে মনোরম পরিবেশে ও শোভনীয় অবকাঠামোয় রাজশাহীর প্রানকেন্দ্র সপুরাতে ১৯৬৩ সালে প্রতিষ্ঠা লাভ করে। রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এর ক্যাম্পাসে মোট ০৭ টি ভবন ও সুবিশাল এলাকা জুড়ে ০২ টি নয়নাভিরাম পুকুর ,ছাত্রদের বসবাসের জন্য শহীদ মোনায়েম ও শাহ নেয়ামত উল্লাহ নামে ০২ আবাসিক ছাত্র হোস্টেল ও ছাত্রীদের জন্য আখতারুন নেছা নামে ০১ টি ছাত্রী হোস্টেল ,অডিটোরিয়াম ,সালাত আদায়ের জন্য মসজিদ এবং খেলার মাঠ রয়েছে । কারিগরি শিক্ষাবোর্ডের পাঠ্যক্রম অনুযায়ী টেকনোলজি বিষয়ে পাঠদানের জন্য রয়েছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল,সিভিল, ইলেকট্রো-মেডিক্যাল , পাওয়ার,মেকাট্রনিক্স ,ইলেকট্রনিক্স ও কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ও আনুসঙ্গিক বিষয়ে পাঠদানের জন্য রয়েছে নন-টেক বিভাগ । রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এ সহশিক্ষা কার্যক্রম ত্বরান্বিত করার জন্য রয়েছে রোবটিক্স ক্লাব, বিতর্ক ও ল্যাঙ্গুয়েজ ক্লাব ,রোভার স্কাউট গ্রুপ ,যুব রেড ক্রিসেন্ট সোসাইটি ।
ভিডিও